ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরে সদ্য ড্রাইভিং শেখা এক ব্যক্তির প্রাইভেটকারের নিয়ন্ত্রণ হারিয়ে ৪ পথচারীকে আহত করার ঘটনা ঘটেছে।

আজ শনিবার (২১ জুলাই) দুপুরে পৌর শহরের ব্যস্ততম চৌরাস্তা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, পৌর শহরের তনু বস্ত্রালয়ের মালিক দ্বীপ বসাক সদ্য ড্রাইভিং শিখেছেন। আজ দুপুরে তিনি তার নতুন প্রাইভেটকারটি ট্রায়াল দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারান।

গাড়িটি সোজা গিয়ে রাস্তায় থাকা ৪ পথচারীকে চাপা দেয়, পরে পাশের একটি দোকানে ঢুকে পড়ে। এতে দোকানের মালামালেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়িটি দ্রুতগতিতে চলছিল এবং হঠাৎ করেই সেটি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ঘটনাস্থলেই পথচারীরা গুরুতর আহত হন।

আহতদের তাৎক্ষণিকভাবে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

দুর্ঘটনার পরপরই সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালকের অদক্ষতা ও অনভিজ্ঞতাই এই দুর্ঘটনার মূল কারণ।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।