ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট এর চেয়ারম্যান খোকনেশ্বর ত্রিপুরার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ ইউসুফ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জুয়েল শিকদার ।

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট  ডিপার্টমেন্ট এর ৩য় ব্যাচের (২০২১-২০২২ সেশন) নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।গত সোমবার (৩১ জুলাই) সন্ধ্যায় রাঙামাটি পর্যটন কমপ্লেক্স  অডিটোরিয়ামে  বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে  নবাগত ছাত্র-ছাত্রীদের বরণ করে নেওয়া হয়। ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট এর চেয়ারম্যান খোকনেশ্বর ত্রিপুরার সভাপতিত্বে বিশেষ  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ ইউসুফ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জুয়েল শিকদার ।

এছাড়াও উপস্থিত ছিলেন ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স ডিপার্টমেন্ট এর সহকারি অধ্যাপক ড.নিখিল চাকমা, সহকারি অধ্যাপক সাদ্দাম হোসেন। কম্পিউটার সায়েন্স এন্ড ইন্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর সহকারি অধ্যাপক মিথুন দত্ত, সহকারি অধ্যাপক ধনিতা ত্রিপুরা, সহকারি অধ্যাপক আহমেদ ইমতিয়াজ,সহকারি অধ্যাপক মোঃ মাঈনুদ্দিন। ম্যানেজমেন্ট  ডিপার্টমেন্ট এর সহকারি অধ্যাপক সপ্তর্ষি চাকমা, সহকারি অধ্যাপক  সাজ্জাদ মাহমুদ, সহকারি অধ্যাপক গৌরব চাকমা ।

ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট এর সহকারি অধ্যাপক মোছাঃ হাবিবা।  অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুনাগরিক হিসেবে গড়ে উঠতে দিক নির্দেশনা প্রদান করেন। উল্লেখ্য, আলোচনা সভা শেষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের  অংশগ্রহণে  মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।