লক্ষ্মীপুর শহরের একটি আবাসিক হোটেল থেকে আবুল হোসেনের পুত্র সাদেকুল ইসলাম (৬৫) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ঢাকার খিলগাঁও এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

রবিবার (৩ আগস্ট) দুপুরে হোটেলটির কক্ষের দরজা বন্ধ পেয়ে পুলিশ উপস্থিত হয়ে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।

পুলিশ সূত্রে জানা যায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি (তদন্ত) বলেন, "আমরা হোটেলের কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করেছি। এটি একটি প্রাথমিক তদন্তের বিষয়, পরবর্তীতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"