স্থানীয়রা জানান, সকালে পুকুরপাড়ে লাশ ভেসে থাকতে দেখে এলাকাবাসী চিৎকার শুরু করেন। খবর পেয়ে রায়পুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
প্রাথমিকভাবে মৃত ব্যক্তির নাম-পরিচয় নিশ্চিত করা যায়নি। স্থানীয়দের ধারণা, কয়েকদিন আগে তার মৃত্যু হয়েছে। লাশে পচন ধরায় মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ বিষয়ে রায়পুর থানার ওসি বলেন, “খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং বিষয়টি তদন্তাধীন।”