মঙ্গলবার ১৫ই জুলাই উপজেলা আহব্বায়ক সদস্য আঃ মজিদ মাদবর ,ইসলামপুর ইউনিয়নের সাবেক বিএনপির সাধারন সম্পাদক আবুল হোসেন ঢালী , যুব দলের নেতা সাইফুল ইসলাম মাদবরের নেতৃত্বে ইউনিয়নের সমাবেশ থেকে ১টি বিশাল মিছিল বের হয়ে ঘোড়াতৌল ,ঝাউতলা ,ভাঙ্গা ব্রিজ, বুড়ির হাট হয়ে পূনরায় ঝাউতলার সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন ।এতে বিপুল সংখ্যা দলিয় নেতা কর্মী অংশ গ্রহন করেন ।যুব দলের নেতা সাইফুল মাদবর বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কে প্রধান টার্গেট বানিয়েছে ,তাকে রাজনৈতিক ভাবে মোকাবেলা করতে ষড়যন্ত্রকারীরা বিভিন্ন ভাবে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য ছড়িয়ে জনগন কে ভিভ্রান্তী করার চেষ্টা করতেছে মিটফোর্ট হত্যাকান্ডের জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতুলেন ,বিএনপির বিরুদ্ধে যে কোন ষড়যন্ত্র রুখে দিতে যুবদলের নেতাকর্মীরা সর্বদা প্রস্তুত।