শশুর বাড়ি থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধার, কর্মচারী নিউটন গ্রেফতার

বাইয়ারহাট পৌরসভা এলাকার মসজিদ গলিতে অবস্থিত আধুনিক ডাইস কার্টি চেইনঘর নামে একটি জুয়েলারী দোকান। দোকানে দীর্ঘ ৭মাস যাবৎ কর্মচারী হিসেবে নিয়োজিত ছিলো চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নিউটন ধর (২৯) নামে এক যুবক। চুরি হওয়ার দিন সে সকালে দোকান খুলেছিল। গত ২৭ আগস্ট সকালে দোকানে কেউ না থাকায় এই সুযোগে ১১ ভরি ৮ আনা স্বর্ণালংকার ও নগদ ৫ লক্ষ টাকা চুরি করে পালিয়ে যায়। এই ঘটনায় দোকান মালিক কৃষ্ণ কুমার ধর (৩৮) বাদি হয়ে জোরারগঞ্জ থানায় একটি মামলা নং- ০১ দায়ের করেছিলেন রবিবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে খাগড়াছড়ি জেলার সদর থানার পাহাড়ী এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত নিউটনকে গ্রেফতার করে জোরারগঞ্জ থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার।
গ্রেফতারকৃত নিউটন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ১ নং চরতী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দক্ষিণ তুলাতলি এলাকার মোহন প্রসাদ ধরের পুত্র।জানা গেছে, গত ২৭ আগস্ট দুপুরে আধুনিক ডাইস কার্টি চেইনঘর নামক জুয়েলারী দোকানের কর্মচারী নিউটন ধর ১১ ভরি ৮ আনা স্বর্ণালংকার (যার আনুমানিক মূল্য ১৪ লক্ষ টাকা) ও নগদ ৫ লক্ষ টাকা চুরি করে নিয়ে যায়। এই ঘটনায় দোকান মালিক কৃষ্ণ কুমার ধর (৩৮) বাদি হয়ে জোরারগঞ্জ থানায় একটি মামলা নং- ০১ দায়ের করেন। মামলা দায়েরের পরবর্তীতে তথ্য প্রযুক্তির সহায়তায় রবিবার দিবাগত রাত ২ টায় খাগড়াছড়ি জেলার সদর থানার পাহাড়ী এলাকা থেকে নিউটনকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদের পরিপ্রেক্ষিতে জানা যায় চুরিকৃত স্বর্ণালংকার ও নগদ টাকা তার শ^শুর বাড়িতে রয়েছে। পরবর্তীতে জোরারগঞ্জ থানা পুলিশের একটি টিম ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের তার শ^শুর বাড়ির বসতঘর থেকে ১১ ভরি স্বর্ণালংকার ও নগদ ১ লক্ষ ২৩ হাজার টাকা উদ্ধার করে।আধুনিক ডাইস কার্টি চেইনঘরের স্বত্ত¡াধিকারী কৃষ্ণ কুমার ধর জানান, জুয়েলারী দোকানটিতে নিউটনসহ ৪ জন কর্মচারী নিয়োজিত ছিল। নিউটন ৭ মাস আগে দোকানে চাকরি নেয়। ঘটনার  দিন সকালে অন্য কর্মচারীরা যখন গোসল করতে যায় সে সুযোগে নিউটন দোকানে থাকা স্বর্ণ ও নগদ টাকা চুরি কওে পালিয়ে যায়। চুরির ঘটনার নিউটনকে আসামী করে পরদিন জোরারগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।এ বিষয়ে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার বলেন,‘ তথ্য প্রযুক্তির সহায়তায় আসামী নিউটন ধরকে পার্বত্য খাগড়াছড়ি জেলা থেকে গ্রেফতার করা হয়। তার স্বীকারোক্তিতে ফেনী জেলার ছাগলনাইয়া থানা এলাকার শুভপুর ইউনিয়নের দারোগারহাট এলাকায় শ্বশুর বাড়ি থেকে ১১ ভরি ৮ আনা স্বর্ণালংকার ও নগদ ১ লক্ষ ২৩ হাজার টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণালংকারের বাজারমূল্যে আনুমানিক ১৪ লক্ষ টাকা। বাকি টাকা উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে। সোমবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।