জয়পুরহাট জেলা কালাই উপজেলাধীন কালাই কর্মকার পাড়া শারদীয় দুর্গাপূজা মন্দির পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীমা আক্তার জাহান, বিএনপি রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক এস এমন ওবায়দুর রহমান চন্দন, বিএনপির নেতা সাজ্জাদুর রহমান সোহেল তালুকদার।

জয়পুরহাট জেলা কালাই উপজেলাধীন কালাই কর্মকার পাড়া শারদীয় দুর্গাপূজা মন্দির পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীমা আক্তার জাহান, বিএনপি রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক এস এমন ওবায়দুর রহমান চন্দন, বিএনপির নেতা সাজ্জাদুর রহমান সোহেল তালুকদার। উক্ত পূজা মন্দিরে বাংলাদেশ আনসার বাহিনী এবং থানা বিএনপির ছাত্র দল, যুবদল, স্বেচ্ছাসেবী দল সকলে মিলে স্বেচ্ছাসেবী হিসেবে পূজা মন্দিরে কাজ করছেন যাতে হিন্দু ধর্মের বাৎসরিক দূর্গা পূজা উৎসবে বিঘ্নিত না ঘটে। এছাড়া কালাই থানার পুলিশ বাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী তারা টহল ডিউটিতে কর্মরত আছেন। কালাই থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ জাহিদ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীমা আক্তার জাহান এই দূর্গা পূজার বিঘ্নিত না ঘটে সেদিকে সজাগ দৃষ্টি রাখছেন। দূর্গা পূজার কমিটির সভাপতি শ্রী ক্ষিতিশ কর্মকার, সাধারণ সম্পাদক শ্রী সুমির কুন্ডু এবং সদস্যরা বলেন সরকারি আর্থিক সাহায্য ও আইন শৃঙ্খলা বাহিনী এই নিরাপত্তায় তারা অত্যন্ত খুশি এবং আনন্দ উপভোগ করছেন। তারা উপজেলা প্রশাসনকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। সবশেষে বলেন আমাদের মনের ভেতরে যে ভয়ভীতি কাজ করেছিল বর্তমানে তাদের মনে আর কাজ করছে না। নির্ভয়ে তারা পূজা উদযাপন করতে বলে আশা রাখেন। অপর দিকে কালাই উপজেলার থানা বিএনপির স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস এম কামরুজ্জামান তোতা এবং জেলা যুবদলের অন্যতম সদস্য রাসেল তালুকদার বলেন ৫০ জনেরও অধিক স্বেচ্ছাসেবক হিসেবে প্রত্যেকটি মন্দিরে কাজ করছে।