ঢাকা কমিউনিটি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী, পাবনা-৫ আসনে ধানের শীষের কান্ডারী, গণমানুষের নেতা এড. শামছুর রহমান শিমুল বিশ্বাসের দ্রুত সুস্থতা কামনায় পাবনায় দোয়া, আলোচনা ও এতিমদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর ২টায় সিএনএফ টিভির (অনলাইন) উদ্যোগে সদর উপজেলার বলরামপুর বাতেনের মোড়ে অবস্থিত মারকাজুল উলুম একাডেমি হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা জেলা বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ আলহাজ্ব মাহতাব উদ্দিন বিশ্বাস। বয়সের ভারে লাঠি ও সহায়কের কাঁধে ভর দিয়ে মঞ্চে এসে তিনি আবেগঘন কণ্ঠে বলেন— “আমার শেষ ইচ্ছা, শিমুল বিশ্বাস যেন পাবনার এমপি হয়। সে আজীবন মানুষের সেবা করেছে। অগণিত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে, কিন্তু কখনো কারো কাছ থেকে প্রতিদান চাননি। যার সকাল শুরু হয় অসহায়দের উপকার দিয়ে, তার হাতে পাবনা নিরাপদ থাকবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি মোজাম্মেল হক কবির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দি ডেইলি মর্নিং টাচের সম্পাদক এমজি বিপ্লব চৌধুরী, দৈনিক বিবৃতির নির্বাহী সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা এবং বন্ধু কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আবু হানিফ স্বপন।

সিএনএফ টিভির চেয়ারম্যান খালেদ আহমেদের সঞ্চালনায় আরও বক্তব্য দেন জেলা জাসাসের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান ভুঁইয়া ও দৈনিক স্বাধীন মত’র জেলা প্রতিনিধি আব্দুল কাইয়ুম তমাল।

পবিত্র কোরআন থেকে তিলাওয়াত ও দোয়া পরিচালনা করেন মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা শরিফুল ইসলাম। এছাড়া প্রতিষ্ঠানের সভাপতি আলহাজ্ব আব্দুল মান্নান এবং দৈনিক পাবনার বাণীর ভারপ্রাপ্ত সম্পাদক রহমতুল্লাহ দোলন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শিমুল বিশ্বাসের পাশাপাশি প্রধান অতিথির মা-বাবা এবং হঠাৎ অসুস্থ হয়ে পড়া পাবনা জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম ইসহাকসহ সকল অসুস্থদের সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

দোয়া শেষে অর্ধশতাধিক এতিম ও অসহায়দের সাথে বসে অতিথিবৃন্দ দুপুরের খাবার গ্রহণ করেন।