বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গণঅভ্যুত্থানের একমাস পূর্ণ হওয়ায় শহীদদের স্মরণে ‘শহীদি মার্চ’ কর্মসূচিতে শ্রদ্ধাভরে স্বরন করছি বৈষম্যবিরোধী ছাত্র-জনতার এ আন্দোলনে সকল শহীদদের ; যাদের আত্মত্যাগের বিনিময়ে পরাজিত হয়েছে ফ্যাসিবাদ এবং গুম-খুনের বাংলাদেশ থেকে আমরা পদার্পণ করেছি ধর্ম-বর্ণ নির্বিশেষে সাম্য ও সৌহার্দপূর্ণ এক নতুন বাংলাদেশে।
স্বাধীন ও সার্বভৌম এই বাংলাদেশ বিনির্মানে বিগত দিনে যে সকল ভায়েরা শহীদ কিংবা গুম হয়েছেন তাদের এবং সকল আহত ব্যাক্তিবর্গের পরিবারের প্রতি শেরপুর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে গভীর সমবেদনা জ্ঞাপন করছি।যাদের রক্তের বিনিময়ে আজ আমাদের এই বিপ্লব সফল হয়েছে তাদের রক্ত যেন কোনভাবেই বৃথা না যায় সেই লক্ষ্যে আমরা ছাত্রসমাজ বদ্ধপরিকর।
যারা "রক্তাক্ত জুলাই" হত্যাযজ্ঞের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের স্বাধীনতা ও স্বার্বভৌমত্বকে কলঙ্কিত ও প্রশ্নবিদ্ধ করেছে তাদের বিরুধ্যে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করেছি যে, ৫ আগস্ট ফ্যাসিবাদী হাসিনা রেজিমের পতনপরবর্তী সময় থেকে, আমাদের প্রাণপ্রিয় শেরপুর সহ সারাদেশব্যাপী কিছু স্বার্থান্বেষী মহল নানাবিধ সুযোগ-সুবিধার বিনিময়ে প্রকৃত অপরাধীদেরকে মামলা থেকে রেহাই এমনকি তাদের নিরাপদে পালিয়ে যাবার পথ সুগম করছেন, তথাপি বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করার জন্য বিভিন্ন মহলে তদবির অব্যহত রেখেছেন।
আমরা এও লক্ষ্য করেছি যে,কিছু স্বার্থান্বেষী মহল পূর্ববর্তী সময়ের ব্যাক্তিগত কিংবা রাজনৈতিক ক্ষোভ থেকে অনেক নিরপরাধ ব্যক্তিদেরকে ভুক্তভোগী করার ভয় দেখিয়ে চাঁদাবাজী কিংবা মামলার আসামী বানানোর জন্য ক্রমাগত যে হুমকি-ধমকি দিয়ে যাচ্ছেন ; যা রক্তার্জিত এ বৈষম্যহীন বাংলাদেশে কোনভাবেই কাম্য নয়।-এমতাবস্থায় আমরা প্রশাসন ও বিচার বিভাগের প্রতি বিনীত আহবান জানাচ্ছি ; এই গণহত্যার বিচার প্রক্রিয়া কোন অবস্থাতেই যেন প্রভাবিত না হয় কিংবা বিচারের নামে কোন প্রহসন যেন না হয় - এ ব্যাপারে আপনারা সজাগ দৃষ্টি রাখবেন - যেমনটা রাখছি আমরা ছাত্রসমাজ।
স্বার্থান্বেষী কোন মহলের প্রভাবে আইনি প্রক্রিয়াকে যেন বাণিজ্যিকীকরণ না করা হয় এটাই আমাদের প্রতাশ্যা।এমন কোন ঘটনা ঘটলে জড়িতদের বিরুদ্ধে ছাত্রসমাজ কড়া অবস্থান নিতে বাধ্য হবে ; কেননা ফ্যাসিবাদের প্রতিস্থাপন আমরা ফ্যাসিবাদ দিয়ে করতে দেবোনা - কোন অবস্থাতেই না ।আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বিচার কামনা করি।পরিশেষে, রাষ্ট্র ব্যাবস্থায় সকল প্রকার বৈষম্য দূর করে একটি সুন্দর ও সমৃদ্ধ রাষ্ট্র গড়ে তোলার প্রত্যয়ে শেষ করছি