শেরপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগ এর আয়োজনে ৫৩ তম জাতীয় সমবায় দিবস ২০২৪ উপলক্ষে ০২/১১/২৪ তারিখ, শনিবার র‍্যলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।"

শেরপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগ এর আয়োজনে ৫৩ তম জাতীয় সমবায় দিবস ২০২৪   উপলক্ষে ০২/১১/২৪ তারিখ, শনিবার র‍্যলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।"সমবায়ে গড়ব দেশ বৈষম্যহীন বাংলাদেশ"এ প্রতিপাদ্যকে সমনে রেখে জেলা প্রশাসক অফিস প্রাঙ্গনে একটি র‍্যালি ও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনাসভা ও চেক বিতরণ করা  হয়।আলোচনা সভায় সভাপতিত্ত করেন মোসাঃহাফিজা জেসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেরপুর,   প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তরফদার মাহমুদুর রহমান জেলা প্রশাসক শেরপুর,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃআমিনুল ইসলাম,পুলিশ সুপার শেরপুর,ও মোহাম্মদ তোফায়েল আহামেদ,উপ পরিচালক,স্থানীয় সরকার (উপসচিব) জেলা প্রশাসকের কার্যালয় শেরপুর।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাহাদাত হুসেন,জেলা সমবায় কর্মকর্তা শেরপুর,সাহাদাত হুসেন এ সময় বলেন শেরপুরে মোট১৪৭১ টি সমবায় সমিতি রয়েছে আমরা প্রায় সবগুলোকেই সহযোগিতা করার চেষ্টা করে আসছি।  প্রত্যাশা সমিতির পক্ষ থেকে বক্তব্য রাখেন সৈয়দ মিজানুর রহমান এ ছাড়াও অন্যান্য সমিতির কিছু লোক বক্তব্য পেশ করেন।আলোচনা সভা শেষে তরফদার মাহমুদুর রহমান, জেলা প্রশাসক শেরপুর, এর হাত দিয়ে শেরপুরের বিভিন্ন মহিলা সমবায় সমিতির মাঝে তিন লক্ষ টাকার সমবায় ঋণ চেক বিতরন করা হয়। এসময় জেলা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আদিল মাহমুদ উজ্জল,শেরপুর জেলা প্রতিনিধি যমুনা টিভি,সহ অন্যান্য প্রিন্ট ও মিডিয়ার সাংবাদিক গন উপস্থিত ছিলেন।আলোচনা সভার সর্বশেষে অনুষ্ঠানের সভাপতি মোসাঃহাফিজা জেসমিন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেরপুর,সকলের সু-সাস্থ কামনা করে অনুষ্ঠানের সামাপ্ত ঘোষনা করেন।