উল্লেখ্য, গত ৫ আগস্ট দুর্বৃত্তরা শেরপুর সদর থানা ভাঙচুর ও লুটতরাজ করে আগুন ধরিয়ে দেয়। এতে ধ্বংসস্তূপে পরিনত হয় সদর থানা। এর পর থেকে বন্ধ ছিল থানার সকল কার্যক্রম। এতে থানার কার্যক্রম বন্ধ থাকায় সেবা গ্রহিতারা ফিরে গেছেন।থানা পরিদর্শন শেষে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি শাহ মো. আবিদ হোসেন বলেন, সকল হত্যাকান্ডের বিচার হবে।

শেরপুর সদর থানা পরিদর্শন করেছেন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা। মঙ্গলবার (১৩ আগষ্ট) দুপুরে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি শাহ মো. আবিদ হোসেনের নেতৃত্বে এসময় শেরপুর পুলিশের সকল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৫ আগস্ট দুর্বৃত্তরা শেরপুর সদর থানা ভাঙচুর ও লুটতরাজ করে আগুন ধরিয়ে দেয়। এতে ধ্বংসস্তূপে পরিনত হয় সদর থানা। এর পর থেকে বন্ধ ছিল থানার সকল কার্যক্রম। এতে থানার কার্যক্রম বন্ধ থাকায় সেবা গ্রহিতারা ফিরে গেছেন।থানা পরিদর্শন শেষে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি শাহ মো. আবিদ হোসেন বলেন, সকল হত্যাকান্ডের বিচার হবে।

পুলিশ তার কাজ সঠিক ভাবে পালন করলে সবার আগে বেহেস্তে যাবে। পুলিশ তার কাজে আগের উদ্যমে ফিরেছে।মানবিক পুলিশিং করতে যে ব্যবস্থা নিতে হবে তা নিয়ে কাজ করছে সরকার।এসময় শেরপুরের পুলিশ সুপার মো. আকরামুল হোসেন পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার মুর্শেদ আলম সহ অন্যান্য পদস্থ কর্মকর্তাররা সহ সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।