শেরপুরের শ্রীবরদীতে এক কৃষকের ৫০ শতক জমির শসা গাছ কেটেছে দুর্বৃত্তরা। রবিবার (১০ মার্চ ) ভোরে ষাইট কাকড়া গ্রামের কৃষক আবু বক্করের জমিতে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষক আবু বক্কর বলেন, আসন্ন রমজানে বাজারে বিক্রির উদ্দেশে ৫০ শতক জমিতে শসা চাষ করছিলেন তিনি।

শেরপুরের শ্রীবরদীতে এক কৃষকের ৫০ শতক জমির শসা গাছ কেটেছে  দুর্বৃত্তরা। রবিবার (১০ মার্চ ) ভোরে ষাইট কাকড়া গ্রামের কৃষক আবু বক্করের জমিতে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত কৃষক  আবু বক্কর বলেন, আসন্ন রমজানে বাজারে বিক্রির উদ্দেশে ৫০ শতক জমিতে শসা চাষ করছিলেন তিনি।

ভোরে জমিতে এসে, সব শসা গাছের মাথা কাটা দেখতে পান। এতে হতাশাগ্রস্থ হয়ে পড়েন তিনি। এই ঘটনায় প্রায় ৯০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।এই ঘটনার সুষ্ঠু তদন্ত শেষে দোষীদের বিচার দাবী করে ক্ষতিগ্রস্থ কৃষক। খবর পেয়ে কৃষি কর্মকর্তা ও শ্রীবরদী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন, শ্রীবরদী  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী।