রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কবি নজরুল সরকারি কলেজে জুলাই -আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে আলোচনা সভা আয়োজন করেছেন কলেজ শাখা ছাত্রদল।
বুধবার (২৩জুলাই) সন্ধ্যায় কলেজ মাঠে গণঅভু্যত্থানে কলেজের চারজন শহীদ হওয়ায় এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য ইরশাক হোসেন বলেন,জুলাই অভ্যুত্থানে সামনে রেখে কেউ কেউ বিভিন্ন অপকর্ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়ছে।সরকার বড় বড় কথা বললেও কোনো দৃশ্যমান বিচার এখনও হয়নি।
বর্তমান সরকারের চারপাশে বিগত আওয়ামী সরকারের দোসর বসে আছে তাও তারা কোনো পদক্ষেপ নিতেছে না।এনসিপি একটা অ্যাজেন্ডা পদ যাত্রার নামে বিএনপি নামে বদনাম করা।এনসিপি'র উদ্দেশ্যে বলেন আমরা আপনাদের শত্রু না,আপনাদের শত্রু গোপালগঞ্জে।
এছাড়াও তিনি প্রতিশ্রুতি দিয়েছেন কবি নজরুল সরকারি কলেজের চারজন শিক্ষার্থী (ইকরাম হোসেন কাউসার,তৌহিদ হোসেন,জিহাদ হোসেন ওমর ফারুক )এদের স্মরণে একটি স্মৃতি চত্তর করে দেওয়া।
আরও বলেন,সকল বিভেদ ভুলে বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ইশরাক হোসেন।
এসময়ে উপস্থিত ছিলেন,বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য,হামিদুর রহমান হামিদ।সাবেক ভিপি,কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের,জাবেদ কামাল রুবেল।সাধারণ সম্পাদক কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের,মোঃ আক্তার হোসেন।সাবেক সভাপতি,কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের,সাইয়্যেদুর রহমান সাইদ।সাবেক সভাপতি, কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের,এ এ জহির উদ্দিন তুহিন।সাবেক সভাপতি,কবি সরকারি কলেজ ছাত্রদলের,দেলোয়ার হোসেন রিন্টু।সাবেক সাধারণ সম্পাদক,কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের, আরিফ হোসেন আরিফ।সাবেক সাধারণ সম্পাদক,কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের,মোঃ কাউসার হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইরফান আহমেদ ফাহিম,আহ্বায়ক,কবি নজরুল সরকারি কলেজ।সঞ্চালনায় মোঃ নাজমুল হাসান সদস্য সচিব, কবি নজরুল সরকারি কলেজ।এছাড়াও উপস্থিত ছিলেন কলেজের ছাত্রদলের নেতৃবৃন্দ।