সুস্থ সংস্কৃতির সৌরভে গড়বো স্বদেশ,ঘুচবে অমানিশা, আজাজিল হবে নিঃশেষ।

এই স্লোগানকে সামনে রেখে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের অন্যতম সাংস্কৃতিক সংগঠন মুক্তকণ্ঠ সংস্কৃতিক সংসদের ২০২৫ সেশনের নতুন কমিটি গঠিত হয়েছে।

সংগঠনের নতুন কমিটিতে পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ সাহিদ হাসান। সহকারী পরিচালক হয়েছেন মোঃ নাঈম ইসলাম ও মোঃ মারুফ বিল্লাহ তানিম। ১৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় বিএম কলেজ ক্যাম্পাসে সবার উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা করা হয়। নতুন দায়িত্বপ্রাপ্তরা সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন। তারা বলেন, সুস্থ সাংস্কৃতিক চর্চার মাধ্যমে আমরা কলেজের সুনাম অক্ষুণ্ণ রাখার পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে শিল্প-সংস্কৃতির চেতনা ছড়িয়ে দিতে চাই। মুক্তকণ্ঠ শুধুমাত্র একটি সংগঠন নয়, এটি একটি পরিবার যেখানে আমরা একসাথে শিখি, গড়ি এবং স্বপ্ন দেখি।

উল্লেখ্য, মুক্তকণ্ঠ সংস্কৃতিক সংসদ দীর্ঘদিন ধরে বিএম কলেজে সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনটির নতুন কমিটি আগামীতেও এসব সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেছে।