জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় গত শুক্রবার রাতে তারাকান্দি চৌরাস্তা এলাকায় পুলিশ অভিযান দিয়ে ২৫০টি ইয়াবা বড়িসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

আজ শনিবার দুপুরে দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি চৌরাস্তা এলাকায় বয়রা বাজারের রাজু আহমেদ ও ঢুরিয়ারভিটা গ্রামের আবদুস সবুর মাদকদ্রব্য বেচাকেনাখবর পেয়ে তারাকান্দি চৌরাস্তা এলাকায় অভিযান দিয়ে ওই দুই মাদক ব্যবসায়ীকে ২৫০ টি ইয়াবা বডিসহ গ্রেপ্তার করেছে। এ ঘটনায় আজ শনিবার দুপুরে সরিষাবাড়ী থানার উপপরিদর্শক এসআই মোঃ শাহীন মিয়া বাদী হয়ে দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। দুই মাদক ব্যবসায়ীকে আজ বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাশেদুল হাসান বলেন, ইয়াবা বড়িসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। থানায় মাদক আইনে মামলা হয়েছে। তিনি আরো বলেন দুই মাদক ব্যবসায়ীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।