শনিবার (১৫ মার্চ) শ্রীপুর থানার সামনে মানববন্ধন টি অনুষ্ঠিত হয়। অনিয়ম ঘুষ দুর্নীতি স্বজনপ্রীতি সহ স্থানীয় বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও আওয়ামীলীগের নেতা এবং শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজের পলাতক উপাধ্যক্ষ নুরুন্নবী আকন্দের বিরুদ্ধে দৈনিক ইত্তেফাকে “শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজ, হিসাবের নথিপত্র নিয়ে লাপাত্তা উপাধ্যক্ষ, ছয়টি নোটিশ দিয়েও মিলেনি জবাব” শিরোনামে ২৩ ফেব্রুয়ারী একটি অনুসন্ধানী রিপোর্ট প্রকাশ হওয়ায় গত ১২ মার্চ রাতে ফেসবুকের Akndgity Sreepur নামক আইডি থেকে দৈনিক ইত্তেফাকের শ্রীপুর প্রতিনিধির ফেসবুক আইডি M M Faruque -এ লেখনি হাত কেটে ফেলাসহ হত্যার হুমকী দেওয়া হয়। এ ব্যাপারে সাংবাদিক এম এম ফারুক শ্রীপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। এই হুমকী ধামকী দেওয়ার প্রতিবাদে শনিবার (১৫ মার্চ) শ্রীপুর ও গাজীপুরের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা শ্রীপুর থানার সামনে মানববন্ধন করেছেন। মানববন্ধনে গাজীপুর ও শ্রীপুরের সাংবাদিক নেতৃবৃন্দ অবিলম্বে দোষীদের গ্রেফতার করে শাস্তি নিশ্চিতের জন্য দাবী জানিয়ে প্রশাসনকে ২৪ ঘন্টার সময় বেঁধে দিয়েছেন। মানব বন্ধনে বক্তব্য রাখেন,বক্তব্য রাখেন.. আব্দুল লতিফ ( আমাদের সময়), শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক টিপু সুলতান , দৈনিক আজকের পত্রিকার শ্রীপুরে প্রতিনিধি রাতুল মন্ডল , সোলাইমান মুহাম্মদ দৈনিক রুপালী বাংলাদেশ, মাহমুদুল হাসান এশিয়ান টিভি গাজীপুর। মোহাম্মদ মোজাহিদ নয়া দিগন্ত, ফজলে মুমিন আকন্দ বৈশাখী টিভি, মাসুদ রানা দৈনিক রুপ বাণী, আদনান মামুন আনন্দ টিভি। এসময় আরো উপস্থিত ছিলেন,শ্রীপুর উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা, আনন্দ টিভির তানভীর ইউ আহমেদ, মোঃ রোমান আহম্মেদ, আতিকুর রহমান, ফজলুল হক রতন, মোহাম্মদ তাজুল ইসলাম, দৈনিক ভোরের বাতায়ন সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অর্ধশত গণমাধ্যম কর্মী মানববন্ধন অংশগ্রহণ করেন।