গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে কুপিয়ে ও জবাই করে হত্যার প্রতিবাদে কুষ্টিয়ার খোকসায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।



সোমবার (১১ আগষ্ট) খোকসা বাসস্ট্যান্ড এলাকায় খোকসা সর্বস্তরের সাংবাদিকদের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন থেকে তুহিন হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং দেশের সাংবাদিকদের জন্য রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়।

মানববন্ধনে খোকসা প্রেসক্লাবের সভাপতি মুন্সি লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুর ইসলাম প্রবীণের সঞ্চালনায় উপজেলার সর্বস্তরের সাংবাদিকেরা অংশ নেন।

বক্তারা বলেন, বৃহস্পতিবার (৭ আগস্ট) গাজীপুরের চান্দনা চৌরাস্তায় প্রকাশ্য দিবালোকে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে যেভাবে হত্যা করা হয়েছে। যা দেশের সাংবাদিক সমাজের জন্য এক ভয়াবহ বার্তা। এর সাথে সাগর-রুনি হত্যাকাণ্ডসহ সাংবাদিকদের ওপর অতীতের সব হামলা ও হত্যার ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া একটি উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করেছে। অবিলম্বে এসব ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান তারা।