গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে গলা কেটে হত্যার প্রতিবাদে বিচার চেয়ে মানববন্ধন করেছে বাবুগঞ্জ,ও বিমানবন্দর প্রেসক্লাব। 

রবিবার (১০ আগস্ট) উপজেলার রহমতপুর ব্রিজে সকালে, ঢাকা টু বরিশাল হাইওয়ে পাশে এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে রহমতপুর রিপোর্টার্স ইউনিটের  সভাপতি মো:শাহাবুদ্দিন বাচ্চুর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাবুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি, মো:সাইফুল ইসলাম, সম্পাদক,আরিফ হোসেন,সাবেক সভাপতি,সাইফুল রহমান, বিমানবন্দর প্রেসক্লাবের সভাপতি,মো:আরিফ আহমেদ মুন্না,সম্পাদক, রোকনুজ্জামান,ও সাংবাদিক সদস্য বৃন্দ সহ রাজনৈতিক ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

মানববন্ধনে বিমানবন্দর প্রেসক্লাবের সভাপতি, আরিফ আহমেদ মুন্না বলেন, সাংবাদিক তুহিনের হত্যা কেবল একজন সাংবাদিকের কণ্ঠরোধ নয়, বরং এটি গণমাধ্যমের স্বাধীনতা ও সাধারণ মানুষের নিরাপত্তার প্রতি হুমকি। এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই এবং অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি করছি।

বাবুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি,সাইফুল ইসলাম বলেন, রাষ্ট্রের দায়িত্ব হলো নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু বারবার এ ধরনের ঘটনা আমাদের প্রশ্নবিদ্ধ করে। সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভের ভূমিকা পালন করে। অপরাধের বিচার না হলে সমাজে নৈরাজ্য বাড়বে।

বাবুগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, আরিফ হোসেন বলেন যেখানে সাংবাদিকদের নিরাপত্তা হুমকির মুখে সেখানে সাধারণ নাগরিকের অবস্থা কি হবে। সাংবাদিকের ওপর হামলা ও হত্যাকাণ্ড মানে গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর হুমকি।