মানববন্ধন শেষে সাংবাদিক সুরক্ষা আইন দ্রুত বাস্তবায়নসহ ছয় দফা দাবি জানিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করা হয়।
ক্লাবের সভাপতি তুষার মিত্রের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহাগ মিয়ার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন নরসিংদী প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও ইত্তেফাকের সাংবাদিক বাবু নিবারণ রায়, শিক্ষাবিদ ডা. মশিউর মৃধা, পলাশ উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুরে আলম রনি, মাধবদী থানা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাওন খন্দকার শাহিন, রায়পুরা রিপোর্টার্স ক্লাবের তৌফিকুর রহমানসহ জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিক নেতারা।
বক্তারা তুহিন হত্যার দ্রুত বিচার ও অতীতের সব সাংবাদিক হত্যাকাণ্ডের বিচার সম্পন্নের দাবি জানান। একইসঙ্গে সাংবাদিকদের উপর হামলা, হয়রানি ও মিথ্যা মামলার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের আহ্বান জানান।
ছয় দফা দাবিতে উল্লেখ রয়েছে—
১. সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত ও হামলাকারীদের দ্রুত বিচার।
২. নিরাপদ কর্মপরিবেশ ও ন্যায্য মজুরি প্রদান।
৩. হয়রানিমূলক মামলা প্রত্যাহার।
৪. তথ্য প্রাপ্তির অধিকার নিশ্চয়তা।
৫. স্বাধীন ও শক্তিশালী প্রেস কাউন্সিল গঠন।
৬. রাজনৈতিক প্রভাবমুক্ত গণমাধ্যম নিশ্চিতকরণ।