শনিবার সকাল সাড়ে ১১টায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার নিউমার্কেটের মুক্তিযোদ্ধা চত্বরে এ কর্মসূচির আয়োজন করেন দেবিদ্বারের প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা।
মানববন্ধনে বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের হত্যা, হামলা, মিথ্যা মামলায় হয়রানি ও নির্যাতনের ঘটনা বেড়েই চলেছে। এসব ঘটনায় দ্রুত বিচার না হওয়ায় দোষীরা আরও উৎসাহিত হচ্ছে। তারা তুহিন হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে সাগর-রুনী হত্যা মামলার বিচার, সারাদেশে সাংবাদিক নিপীড়ন বন্ধ ও মিথ্যা মামলা প্রত্যাহারের আহ্বান জানান বক্তারা।
মানববন্ধনে বক্তব্য দেন—দৈনিক কালের কণ্ঠের দেবিদ্বার প্রতিনিধি এবিএম আতিকুর রহমান বাশার, দৈনিক সমকাল প্রতিনিধি সৈয়দ খলিলুর রহমান বাবুল, দৈনিক মুক্ত খবর প্রতিনিধি মো. ময়নাল হোসেন (ভিপি), দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি মো. ফখরুল ইসলাম সাগর, আমাদের দেবিদ্বার সম্পাদক এটিএম সাইফুল ইসলাম মাসুমসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন—দৈনিক আমার শহর প্রতিনিধি আব্দুল আলীম, মানবজমিন প্রতিনিধি মো. রাসেল সরকার, দৈনিক খবর পত্র প্রতিনিধি মো. ওমর ফারুক সরকার, দৈনিক কুমিল্লার আলো সাব-এডিটর মো. মামুনুর রশিদ, চ্যানেল এস প্রতিনিধি আরিফুল ইসলাম, এশিয়ান টিভি প্রতিনিধি নেছার উদ্দিন, বাংলাদেশ প্রতিদিন মালদ্বীপ প্রতিনিধি মো. আল আমিন ও মর্নিং পোস্ট দেবিদ্বার প্রতিনিধি মোঃ আমজাদ হোসেন সহ অসংখ্য সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, নিহত আসাদুজ্জামান তুহিন (৩২) দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুর প্রতিনিধি ছিলেন। গত বৃহস্পতিবার রাতে গাজীপুরের চান্দনা চৌরাস্তা ঈদগাহ মার্কেটের সামনে হামলার একটি ভিডিও ধারণ করার সময় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে।
তুহিনের গ্রামের বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়ায়। তিনি স্ত্রী ও দুই সন্তান নিয়ে গাজীপুরে বসবাস করতেন এবং সাংবাদিকতার পাশাপাশি একটি ওষুধ কোম্পানিতে কর্মরত ছিলেন।