পটুয়াখালীর কুয়াকাটায় সাংবাদিক জহিরুল ইসলাম মিরন এর উপর হামলাকারীদের চিহ্নিত করা ও দ্রুত সময়ের মধ্যে সকল সন্ত্রাসীদের গ্রেফতারের দাবীতে পটুয়াখালীতে মানব বন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। ৬ ফেফ্রয়ারী হস্পতিবার সকালে পটুয়াখালী জেলা প্রেসক্লাবের উদ্যোগে শহরের সদর রোডে এ মানব বন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। মানব বন্ধনে পটুয়াখালীতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক সহ রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরিফ এর সঞ্চালনা সভাপতি আনোয়ার হোসেন এর সভাপতিত্বে মানব বন্ধনে অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন পটুয়াখালী পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি গোলাম কিবরিয়া মৃধা, জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম লিটন, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিপলু খান, পটুয়াখালী জেলা শ্রমিকদলের সভাপতি বাবু খান, পটুয়াখালী জেলা প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক ও বাংলাভিশনের জেলা প্রতিনিধি কে এম শাহাদাত হোসেন, পটুয়াখালী জেলা প্রেসক্লাবের অর্থ সম্পাদক ও ডিবিসি’র জেলা প্রতিনিধি মহিবুল্লাহ চৌধুরী প্রমুখ। উল্লেখ্য গত ৪ ফেব্রুয়ারী রাতে বাংলাভিশনের কুয়াকাটা প্রতিনিধি জহিরুল ইসলাম মিরনকে অজ্ঞাত সন্ত্রীরা তার বাড়ির সামনে কুপিয়ে গুরুত্বর যখম করে। সাংবাদিক মিরন বর্তমানে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জহিরুল ইসলাম মিরন কুয়াকাটা পৌর যুবদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এদিকে একই দাবীতে পটুয়াখালী শহরের বানানী এলাকায় জেলা যুবদলের পক্ষ থেকে মানব বন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।