আঁকাবাঁকা মেঠো পথ, দুই পাশে দিগন্ত হারানো হলুদের সমারোহ। গ্রাম-বাংলার ফসল খেতের সর্বত্রই এখন হলুদ রংয়ের গালিচা বিছিয়েছে প্রকৃতি। হলুদের সমারাহে ভরে গেছে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার মাঠ প্রান্তর। শতভাগ কৃষি নির্ভর এই উপজেলায় যে দিকে চোখ যায় দেখা যায় শুধু হলুদ আর হলুদ। এখানে হলুদের সমারাহ দেখে সৌন্দর্য পিপাসু মানুষের মন চলে যায় কল্পনার জগতে।
চলতি বছর রবি চাষের জন্য উপযুক্ত আবহাওয়া বিরাজ করায় সাটুরিয়া উপজেলা সহ তার আশেপাশের এলাকার সকল মাঠেই রবি শস্যের চাষ হয়েছে। প্রতিটি মাঠ ভরে গেছে হলুদ আর সবুজে। ফুকুরহাটি গ্রামের কৃষক রবিউল হোসেন বলেন-আমরা যে শস্য আবাদ করেছি খুবই ভাল হয়েছে। যদি কোন দুর্যোগ না হয় তাহলে সরিষা বিক্রি করে আগামী ইরিচাষ করতে পারব। কারন ধানের ফলন ভাল না হওয়ায় সরিষায় আমাদের একমাত্র ভরসা। তাছাড়া সরিষার পাতা দারুন জৈব সারের কাজ করায় ইরি ফসল ভাল হবে।