সাতক্ষীরা-৩ সংসদীয় আসনের সীমানা পুনঃ নির্ধারণের প্রতিবাদে ও আশাশুনি উপজেলা স্বতন্ত্র আসনের দাবীতে আশাশুনিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ জুলাই) বিকালে আশাশুনি উপজেলা জামায়াত এ কর্মসূচির আয়োজন করে।
আশাশুনি সরকারি কলেজ জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জনতা ব্যাংক মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও জামায়াত মনোনীত প্রার্থী নূরুল আফছার মুর্তাজার সভাপতিত্বে ও সদর ইউনিয়ন সেক্রেটারী আঃ হাই এর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা শুরা ও কর্ম পরিষদ সদস্য এড. আব্দুস সোবহান মুকুল। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা শুরা ও কর্ম পরিষদ সদস্য, সাবেক উপজেলা আমীর উপাধ্যক্ষ আঃ সবুর, উপজেলা সহকারী সেক্রেটারী জজ কোর্টের এপিপি এড. শহিদুল ইসলাম, উপজেলা কর্ম পরিষদ সদস্য আলমগীর পিন্টু ও সদর জামায়াত আমীর হাফেজ আব্দুল্লাহ। সমাবেশে বক্তাগণ বলেন, আসন বিন্যাসের ৪টি নিয়ম থাকলেও ৩টি অগ্রাহ্য করে নীতি বিরোধী সিদ্ধান্ত নিয়ে আশাশুনিকে শ্যামনগরের সাথে সংযুক্ত করা হয়েছে। আমরা এ অযৌক্তিক ও নিয়ম বহির্ভুত সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সাথে সাথে ২০০৮ সালের পূর্বে সাতক্ষীরার ৫টি আসন ছিল, সেই ৫টি আসন ফিরিয়ে দিয়ে আশাশুনিকে স্বতন্ত্র আসন হিসাবে নির্ধারনের জোর দাবী জানান বক্তাগণ।