বিশ্ববিদ্যালয়ের সমকক্ষ স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ(বিশ্ববিদ্যালয়) পাচ্ছে স্বতন্ত্র স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলনরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা।

আজ ৩০/১২/২০২৪ রোজ: সোমবার, শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে জানা গিয়েছে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় এর আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে, সাত কলেজের সমন্বয়ে একক স্বতন্ত্র কাঠামোর রূপ দান করা হবে । এই লক্ষ্যে উচ্চ পর্যায়ের দেশ বরেণ্য শিক্ষাবিদ ও বিশেষজ্ঞদের নিয়ে একটু কমিটি গঠন করা হয়েছে। খুব তাড়াতাড়িই অফিসিয়াল প্রজ্ঞাপন হবে, উক্ত কমিটি শিক্ষার্থী প্রতিনিধিদের সাথে সমন্বয় করে আগামী চার মাসের মধ্যে সমস্ত কার্যক্রম সম্পন্ন করবেন যাতে উচ্চমাধ্যমিক থেকে মাস্টার্স পর্যন্ত সকল স্তরের শিক্ষার মন দ্রুত উন্নয়ন হবে। সংবাদের গুরুত্বপূর্ণ লাইন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মহানগরের ০৭ (সাত) টি কলেজকে (ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজ) ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পৃথকীকরণ এবং কলেজগুলোর জন্য বিশ্ববিদ্যালয়ের সমকক্ষ একটি স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক কাঠামোর রূপরেখা প্রণয়নের জন্য নিম্নোক্ত উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে। উক্ত কমিটিতে সভাপতি হিসেবে আছেন চেয়ারম্যান, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন। গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে আছেন-অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয় অনুবিভাগ), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, উপ-উপাচার্য (একাডেমিক), ঢাকা বিশ্ববিদ্যালয় ও প্রফেসর ড. তানজিম উদ্দিন খান, সদস্য, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন। মন্ত্রণালয় সূত্রে আরো জানা গিয়েছে যে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের উপর সাচিবিক দায়িত্ব ন্যস্ত থাকবে। কমিটি প্রয়োজন অনুযায়ী উচ্চ-শিক্ষার প্রশাসনিক অভিজ্ঞতা সম্পন্ন বিশেষজ্ঞকে সদস্য হিসেবে সংযোজন করতে পারবে।
কমিটির কার্যপরিধি:
০১. ২০১৭ সনে উপরোক্ত ০৭ (সাত) কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করার ফলে উদ্ভূত সমস্যাবলির বিষয়ে ২৪ অক্টোবর, ২০২৪ খ্রি. তারিখে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গঠিত কমিটির মতামত ও সংগৃহীত তথ্যাবলি পর্যালোচনা করবে;
০২. ০৭ (সাত)টি কলেজের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করে কলেজগুলোর স্বতন্ত্র স্বত্ত্বা বজায় রেখে বিশ্ববিদ্যালয়ের সমকক্ষ একটি প্রাতিষ্ঠানিক কাঠামোতে(বিশ্ববিদ্যালয়) রূপান্তরের প্রক্রিয়া নির্ধারণ ও বিকল্পসমূহ বিবেচনা এবং উপরোক্ত প্রাতিষ্ঠানিক কাঠামোর জন্য প্রয়োজনীয় খসড়া সংবিধি প্রণয়ন করবে;
০৩. কমিটির সুপারিশে এইচএসসি থেকে মাস্টার্স পর্যন্ত শিক্ষার মানোন্নয়নকে সর্বোপরি প্রধান লক্ষ্য হিসাবে বিবেচনা;
০৪. কমিটি তার কার্যক্রমে সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখবে এবং ছাত্র-শিক্ষক প্রতিনিধি ও অন্যান্য অংশীজনকে সম্পৃক্ত করবে এবং আগামী ০৪ (চার) মাসের মধ্যে কমিটি কাজ সম্পন্ন করবে।