অদ্য ১২-৭-২০২৫ ইং রোজ শনিবার বিকাল ৩ ঘটিকায় সিরাজগঞ্জ পৌর মুক্ত মঞ্চে জেলা সভাপতি মাওলানা হাবিবুল্লাহ তালুকদার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডাক্তার হাফিজুর রহমানের সঞ্চালনায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশ অনুষ্ঠিত হয়, সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা ইলিয়াস হাসান, প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন এদেশের যুব সমাজ কে মদ,জুয়া ও বিভিন্ন অপকর্মে থেকে রক্ষা করতে ২০১৬ সালের ২৮ জুলাই পীর সাহেব চরমোনাই এর হাতে প্রতিষ্ঠিত হয় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ , প্রতিষ্ঠার শুরু লগ্ন থেকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে, এবং এদেশের লক্ষ যুবকদের একটি সংগঠনে পরিণত হয়েছে, এদেশের সকল প্রকার অপকর্ম রুখতে ইসলামী যুব আন্দোলন বলিষ্ঠ ভূমিকা পালন করে যাচ্ছে।
সমাবেশে আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কৃষি ও শ্রম বিষয়ক উপকমিটির সদস্য মুফতি মুহিব্বুল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সেক্রেটারি ইন্জিনিয়ার জুবায়ের ইসলাম,সহ সভাপতি হাফেজ হাবিবুল্লাহসহ যুব আন্দোলনের জেলা শাখার বিভিন্ন পর্যায়ে নেতা কর্মী।
সমাবেশ শেষে দেশের চলমান খুন, ধর্ষন, চাঁদাবাজি ও মিটফোর্ডে সংগঠিত নৃশংস হত্যা কান্ডের প্রতিবাদ ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করে, মিছিল টি শহরের বড় বাজার ঘুরে আবার বাজার স্টেশনে মুক্ত মঞ্চে এসে দোয়ার মাধ্যমে শেষ হয়।