সিরাজগঞ্জ পৌরসভার উদ্যোগে সবার জন্য বাসযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক শহর গড়ার লক্ষে কমিউনিটি ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। সমন্বিত শহর পরিবেশ ব্যাবস্থাপনা, পরিষেবার জন্য প্রাতিষ্ঠানিক সক্ষমতা শক্তিশালিকরন প্রতিপাদ্যে সোমবার পৌরসভার হলরুমে ওয়ার্কশপটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত সিভিল সার্জন ডা: জুলিয়া আক্তার, বিভিন্ন দপ্তরে কর্মকর্তা সহ সিরাজগঞ্জ পৌরসভার কর্মকর্তারা উপস্থিত ছেলেন। ওয়ার্কসপে ৮নং ওয়ার্ডের জানপুর কমিউনিটির সদস্যবৃন্দ অংশগ্রহন করেন। পরিবেশবান্ধব শহর গড়তে বর্জ্য ব্যাস্থাপনা, পুকুর, খাল, নদী ও বিলে পানি নিষ্কাশন ব্যাবস্থা বিষয়ে জনসচেতনতা বাড়াতে বিভিন্ন বিষয় উপস্থাপনা করা হয়।