সিলেটের জকিগঞ্জ উপজেলার আটগ্রামের মাদারনগর এলাকায় ধান খেতের পাশ থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২ আগস্ট) সকালে রাস্তার শেষ প্রান্তে ধান খেতের পাশে উক্ত বৃদ্ধের নিথর দেহটি পড়ে থাকতে দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে। 
পরে অনুসন্ধানে জানা যায়, নিহত বৃদ্ধের নাম মাহমুদ আলী (৬৫)। তিনি কানাইঘাট উপজেলার বড়চাতল গ্রামের মৃত আব্দুল গফুর এর পুত্র। শুক্রবার বিকাল থেকে তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।
স্থানীয়দের মতে, তাঁর পিতা ছিলেন একজন ধর্মপ্রাণ ও সম্মানিত ব্যক্তি। উপস্থিত লোকজন জানান, একজন বৃদ্ধ মানুষ হঠাৎ করে এতদূর এসে রাস্তায় মরে পড়ে থাকবেন, বিষয়টি মোটেও স্বাভাবিক নয়।

নিহতের লাশের পাশে একটি টর্চ লাইট, এক জোড়া জুতা ও একটি হ্যান্ড গ্লাভস পাওয়া গেছে। আশপাশের ধান খেত ছিল সম্পূর্ণ অক্ষত, যেটি মরদেহের অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে মত দিয়েছেন অনেকে। বিশেষ করে পড়ে থাকা হ্যান্ড গ্লাভস ঘিরে দেখা দিয়েছে নানা প্রশ্ন ও সন্দেহ।


এই প্রেক্ষাপটে এলাকাবাসীর ধারণা, এটি নিছক স্বাভাবিক মৃত্যু নয় বরং একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তারা প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন, যেন বিষয়টি নিয়ে নিরপেক্ষ ও গভীর তদন্ত পরিচালনা করা হয় এবং প্রকৃত দোষীরা আইনের আওতায় আসে।
ঘটনার বিষয়ে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, লাশ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পাশাপাশি আমরা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছি।