অমর একুশে হল সংসদে সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন পরিসংখ্যান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ শাকিব হাসান। অন্যদিকে একই বিভাগ ও একই সেশনের শিক্ষার্থী রাফি হাসান প্রতিদ্বন্দ্বিতা করছেন অভ্যন্তরীণ ক্রীড়া সম্পাদক পদে।
শাকিব হাসান ও রাফি হাসান শৈশব থেকেই একই শিক্ষাজীবনের সঙ্গী। তারা একই স্কুলে পড়াশোনা করেছেন, একই কলেজে অধ্যয়ন করেছেন এবং বর্তমানে একই বিশ্ববিদ্যালয়ের একই বিভাগ ও একই হলে বসবাস করছেন। শিক্ষাজীবনের প্রতিটি ধাপেই তারা একে অপরের সহযাত্রী।
স্থানীয়ভাবে শিক্ষার্থী সমাজ ও এলাকাবাসীর মধ্যে এ খবর ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। অনেকেই মনে করছেন, তাদের এই অংশগ্রহণ সুজানগরের গৌরব বাড়াবে এবং শিক্ষার্থীদের মাঝে নেতৃত্ব, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও ক্রীড়া চর্চায় নতুন অনুপ্রেরণা যোগাবে।