ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন সুজানগর উপজেলার দুই মেধাবী শিক্ষার্থী। তারা দু’জনেই বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলে অধ্যয়নরত এবং একই বিভাগের শিক্ষার্থী।


অমর একুশে হল সংসদে সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন পরিসংখ্যান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ শাকিব হাসান। অন্যদিকে একই বিভাগ ও একই সেশনের শিক্ষার্থী রাফি হাসান প্রতিদ্বন্দ্বিতা করছেন অভ্যন্তরীণ ক্রীড়া সম্পাদক পদে।

শাকিব হাসান ও রাফি হাসান শৈশব থেকেই একই শিক্ষাজীবনের সঙ্গী। তারা একই স্কুলে পড়াশোনা করেছেন, একই কলেজে অধ্যয়ন করেছেন এবং বর্তমানে একই বিশ্ববিদ্যালয়ের একই বিভাগ ও একই হলে বসবাস করছেন। শিক্ষাজীবনের প্রতিটি ধাপেই তারা একে অপরের সহযাত্রী।

স্থানীয়ভাবে শিক্ষার্থী সমাজ ও এলাকাবাসীর মধ্যে এ খবর ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। অনেকেই মনে করছেন, তাদের এই অংশগ্রহণ সুজানগরের গৌরব বাড়াবে এবং শিক্ষার্থীদের মাঝে নেতৃত্ব, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও ক্রীড়া চর্চায় নতুন অনুপ্রেরণা যোগাবে।