পাবনার সুজানগর পৌরসভার মানিকদীর এলাকায় রাস্তার উপর গরু পালন করায় স্থানীয় জনগণের চলাচলে মারাত্মক দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। প্রতিদিন পথচারী ও যানবাহন চালকরা এ সমস্যার কারণে বিপাকে পড়ছেন।


এলাকাবাসী অভিযোগ করে বলেন, গরুর মালিকরা রাস্তার উপর গরু বেঁধে রাখে এবং সেখানেই পালন করে আসছেন। এতে রাস্তায় কাদামাটি, গোবর জমে দুর্গন্ধ সৃষ্টি হচ্ছে এবং মানুষ চলাচলে মারাত্মক সমস্যায় পড়ছে। বহুবার এলাকার তরুণ ও সচেতন জনগণ তাদেরকে সতর্ক করলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

এর আগে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী মোঃ আলামীন হোসেন মুস্তাকিন এই বিষয়ে সুজানগর পৌরসভায় অভিযোগ দাখিল করেন। কিন্তু পৌর প্রশাসন অভিযোগের বিষয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। ফলে এলাকার মানুষ এখনো একই সমস্যায় ভুগছেন।

এ নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা জানান, পৌরসভার দায়িত্বশীলদের উদাসীনতার কারণে সমস্যাটি আরও প্রকট আকার ধারণ করছে।

ভুক্তভোগীরা দ্রুত রাস্তার উপর গরু পালনের অবসান ঘটাতে এবং জনদুর্ভোগ লাঘবে প্রশাসনের কার্যকর ব্যবস্থা কামনা করেছেন।