নারায়ণগঞ্জের শিবু মার্কেটে অবস্থীত আন্ডার পাস। যানজট নিরসনের জন্য তৈরি করা হলেও হীতে বিপরীতে গিয়ে যানবাহনের জন্য আন্ডার পাসটি হয়ে উঠেছে বৃহৎ মাকড়শার জাল। নারায়ণগঞ্জ তথা সাইনবোর্ড থেকে চাষাড়ায় দ্রুত গতিতে যাতায়াত ও যানজটমুক্ত করতে ৮ কিলোমিটার দৈর্ঘের ২ লেনের সরকটিকে ৬ লেনে রুপান্তর করা হয় পাশা পাশি অধিক যানজট প্রকল ৩ এলাকায় দেওয়া হয় ৩ টি আন্ডার পাস। ৩ টি আন্ডার পাসের মধে একটি শিবু মার্কেট অবস্থীত। তবে কতটুকু নিরসন হলো যানজট? আন্ডার j পারে পরিত্যক্ত অবস্থায় পরে রয়েছে কিছু যানবাহন যা হয়তো ডাম্প করে রাখা হয়েছে। ঘন্টার পর ঘন্টা পার হয়ে গেলেও যেন এক পাস থেকে অন্য পাসে যাওয়ার জন্য ঘুরছে না চাকা। শুধু যে যানবাহনের ক্ষেত্রে এমনটি ঘটছে তা নয়, যানবাহনের জনজালের মধ্যে আটকা পরে কখনো এ পাস থেকে অন্য পাস করতে করতে সময় ব্যায় হয় সাধারণ জনগনেরও। পূর্বে যানজট নিরসনে ট্রাফিক পুলিশ থাকলেও এখন শুধু পরে আছে পুলিশ বক্সটি। ফলে নিয়ম শৃঙ্খলা ভেঙ্গে তৈরি হয়েছে বেশ কিছু অবৈধ অটো ও সিএনজি স্ট্যান্ট ফলে যানবাহন পারা পারে বিঘ্ন ঘটে