পিরোজপুরের মঠবাড়িয়া মুক্তি ফাউন্ডেশনের উদ্যোগে তাদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি ব্যতিক্রমধর্মী আয়োজনের মধ্য দিয়ে "স্বপ্নের স্কুল" নামক একটি বন্ধের দিনে স্থায়ী প্রকল্পের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

এই বিশেষ আয়োজনটি অনুষ্ঠিত হয় মঠবাড়িয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে, যেখানে অংশ নেয় ২০ জনের অধিক ভূমিহীন ও সুবিধাবঞ্চিত শিশু। দিনব্যাপী এই আয়োজনটি শিশুদের মাঝে আনন্দ ছড়িয়ে দেয় এবং শিক্ষা ও সৃজনশীলতার এক নতুন দ্বার উন্মোচন করে। প্রথম দিনের কার্যক্রমে ছিল শিশুদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি, গান, নৃত্য, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং কেক কাটার আনন্দঘন অনুষ্ঠান। শিশুদের মুখে হাসি ফোটাতে আয়োজন করা নানা রকম সৃজনশীল কার্যক্রমের ব্যবস্থা করেন। "স্বপ্নের স্কুল" প্রকল্পের লক্ষ্য হচ্ছে ভূমিহীন ও পথশিশুদের জন্য একটি নিয়মিত শিক্ষার পরিবেশ সৃষ্টি করা, যেখানে তারা প্রাথমিক শিক্ষা, স্বাস্থ্য সচেতনতা, নৈতিকতা ও সৃজনশীল বিকাশের সুযোগ পাবে। স্বপ্নের মুক্তি ফাউন্ডেশনের প্রতিস্ঠাতা আব্দুল্লা আল অভি বলেন, "প্রতিটি শিশু শিক্ষার অধিকার নিয়ে জন্মায়। সমাজের এসব অবহেলিত শিশুদের জন্য আমরা একটি নিরাপদ ও আনন্দময় শিক্ষা পরিবেশ গড়ে তুলতে চাই।"

উল্লেখ্য, "স্বপ্নের মুক্তি ফাউন্ডেশন" শুরু থেকেই সমাজসেবামূলক নানা কার্যক্রম পরিচালনা করে আসছে এবং এবার তারা আরও বড় পরিসরে। কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে। উক্ত প্রোগ্রামে উপস্থাপনা করেন। সংগঠনের ভলান্টিয়ার খান মোহাম্মদ মাসুম বিল্লাহ। আরো উপস্থিত ছিলেন রুবেল খান, জসিম, সারমিন, সানু, সপ্না, মুহাম্মাদ সাব্বির, সিনথিয়া, কারিমা, সোলাইমান মোঘল, ইমদাত, রেজাউল, তানজিকা, বৃষ্টি, আনিকা, ময়না, প্রমুখ।