ঠাকুরগাঁওয়ের হরিপুরে গভীর রাতে ভুট্টা ক্ষেতে গোপনে ঘোড়া জবাই করে গরুর মাংস বলে বিক্রি করার চেষ্টা করলে বিষয়টি গ্রামবাসিরা জানতে পারলে তাদের ধরার জন্য ভুট্টা ক্ষেত ঘেরাও করলে প্রতারক কসাই পালিয়ে যায়। এসময় গ্রামবাসি ভুট্টা ক্ষেত থেকে একটি জীবিত ঘোড়া ও একটি জবাই কৃত ঘোড়ার মাংস ও মৃত শাবল ঘোড়া উদ্ধার করে থানায় সংবাদ দেয়। হরিপুর উপজেলা প্রাণি সম্পদ অফিসার সোহাগ রানা বলেল বিষয়টি হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান কে জনানো হয়েছে। এ বিষয়ে নিবাহী কর্মকর্তা বলেন, ঘটনা স্থলে গিয়ে জবাই কৃত ঘোড়ার মাংস মাটিতে পুতে দেওয়া হয়েছে এবং জীবিত ঘোড়াটি ইউনিয়ন চেয়ারম্যান রফিকুল ইসলামের জিম্মায় দেওয়া হয়েছে। হরিপুর থানার অফিসার ইনিচার্জ জাকারিয়া মন্ডল বলেন, ঘটনার সংবাব পেয়ে ঘটনা স্থল পরিদষর্ণ করা হয়েছে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।