হাইমচর উপজেলায় আইনশৃঙ্খলা ও উপজেলা পরিষদের মাসিক উন্নায়ন এবং সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

হাইমচর উপজেলায় আইনশৃঙ্খলা ও উপজেলা পরিষদের মাসিক উন্নায়ন এবং সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (১৫ মে ২০২৪) সকাল ১০ টায় উপজেলার আইনশৃঙ্খলার এবং উন্নায়নসহ বিভিন্ন বিষয়াদী নিয়ে পরিষদ সভাকক্ষে নির্বাহী অফিসার উম্মে সালমা নাজনীন তৃষা এর পরিচালনায় সভাপতির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নুর হোসেন পাটওয়ারী।

 

মাসিক উন্নয়ন সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ বেগম, উপজেলা নির্বাহী ম্যজিস্ট্রিট (ভূমি) নিরুপম মজুমদার, হাইমচর থানা ওসি মোহাম্মদ ইয়াসিন, কৃষি অফিসার শাকিল খন্দকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কে.এম আব্দুল্লাহ আল মামুন, উপজেলা মৎস্য অফিসার মোঃ মাহবুবুর রশিদ, উপজেলা প্রেসক্লাব সভাপতি মোঃ ফারুকুল ইসলাম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জুলহাস সরকার, গাজীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শাহাদাত হোসেন সবুজ, উপজেলা প্রেসক্লাব যুগ্ম সম্পাদক হাসান আল মামুন।


অন্যানদের মধ্যে মাসিক উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় উপস্থিত ছিলেন পানিসম্পদ অফিসার মোঃ মাকসুদ আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোস্তফা কামাল, শিক্ষা অফিসার মোঃ মনিরুজ্জামান, সমাজসেবা অফিসার ফেরদাউস আক্তার, পল্লি বিদ্যুৎ অফিসার হাফিজুর রহমান, উপজেলা প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের অফিসার বৃন্দ।


মাসিক উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় বক্তারা বলেন, হাইমচর উপজেলার সদর আলগী বাজারে প্রদান একটি সমস্যা সিএনজি অটো পার্কিং ব্যবস্থা, যত্রতত্র রাস্তার মধ্যে সিএনজি অটো পার্কিং করে রাখায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এতে করে মানুষের অনেক ভোগান্তি পোয়াতে হচ্ছে। এ বিষয়ে হাইমচর থানা পুলিশকে অনুরোধ করা হয় যেন দ্রুত এইসব বিষয়ে ব্যবস্থা গ্রহণ করেন। এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্ট পরিচালনা করে এইসব অটো সিএনজির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং হাইমচর উপজেলায় বিভিন্ন অপরাধ কমিয়ে আনতে হবে, কিশোর গেং সহ স্কুল কলেজে মোবাইল অপব্যবহার এইসব বিষয়ে সচেতনতা সভা করার জন্য থানা পুলিশ এবং মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরকে অনুরোধ করা হয়েছে। উপজেলার মেঘনা নদী থেকে কিছু অসাধুচক্র বিভিন্ন জায়গা থেকে লোকবল এনে নদী থেকে গলদা চিংড়ি রেনু শিকার করছে। এতে করে বিভিন্ন প্রজাতির মাছের পোনা ধ্বংস হচ্ছে। তাই এ বিষয়ে উপজেলা মৎস্য অধিদপ্তর কে ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করা হয়।  


বক্তারা আরও বলেন, আমরা চাই বর্তমান সরকারের যে সকল উন্নয়ন মুলক কাজ রয়েছে তা সঠিক ভাবে যেনো করা হয়। তাহলেই দেশটা আরো এগিয়ে নেওয়া যাবে। এবং সকল অফিসার বৃন্দ সমন্বয় করে সবাই কাজ করতে হবে। আমরা সকলে সকলের জায়গা থেকে জনগণের মোঙ্গলের জন্য বিবেচনা করে কাজ করতে হবে।