অদ্যকার রোজ বুধবার বরগুনা জেলাধীন বামনা উপজেলা অন্তর্গত ঐতিহ্যবাহী চলাভাঙ্গা দরবারের মাহফিল শেষ হলো আজ। প্রতি বছরের ন্যায় এবছরেও ৩ দিন ব্যাপী মাহফিলের আয়োজ করা হয়েছিল উক্ত দরবারে। গত ১০ ফেব্রুয়ারি শুরু হয়ে আজ ১২ ফেব্রুয়ারি বাদ এশা দেশ ও জাতির কল্যাণ কামনায় দরবারের বর্তমান পীর সাহেব হুজুরের আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হয় বামনার ঐতিহ্যবাহী এ মহফিল। এতে দলে দলে যোগ দিয়েছিল বামনা ও এর আসে পাশের বিভিন্ন উপজেলার হাজার হাজার তৌহিদি জনতা।