থানা সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৮ আগস্ট ২০২৫) বিকেলে উপজেলার ৭নং ভাষানিয়া ইউনিয়নের কাশিপুর এলাকায় এসআই (নিরস্ত্র) মো. শরিফুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাশিপুর গ্রামের ভাই ভাই মৎস্য খামারের সামনে রাস্তা থেকে দুইজন কে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে।
হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।