২৭ ডিসেম্বর পেকুয়া তাফসির মাহফিল আসছেন ড: মিজানুর রহমান আল আজহারি

আগামী শুক্রবার (২৭ ডিসেম্বর) পেকুয়ার বৃহত্তর সাবেক গুলদি তাফসীর ময়দানে মাহফিলটি অনুষ্ঠিত হবে। ১২ ঘণ্টা ব্যাপী তাফসির মাহফিলটি সকাল ১০টা থেকে রাত ১০টা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে আয়োজকরা।জনপ্রিয় ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারি কক্সবাজারের পেকুয়ায় তাফসির মাহফিলে আসছেন। তার আগমনকে ঘিরে ব্যাপক প্রস্তুতির নেওয়া হয়েছে। সজ্জিত করা হচ্ছে মঞ্চ এবং প্যান্ডেল। জানা যায় চার বছরেরও বেশি সময় পর দেশের তাফসিরুল কুরআন মাহফিলে প্রধান বক্তা হিসেবে থাকছেন আজহারী।মাহফিলকে ঘুরে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে।মাহফিল শ্রোতাদের জন্য গাড়ী  পার্কিং জন্য সুন্দরব্যবস্থা করা হয়েছে।ইতোমধ্যে শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করেছেন আয়োজক কমিটি। ধারণা করা হচ্ছে কয়েক লক্ষ মানুষের সমাগম ঘটবে এই মাহফিল।মাহফিলটি যৌথভাবে আয়োজন করেছে মরহুম মাওলানা শহীদ উল্লাহ স্মৃতি সংসদ ও পেকুয়া সমাজ উন্নয়ন পরিষদ। তারা জানিয়েছে, এই মাহফিলে সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।মাহফিল সঞ্চালনা করবেন: নিয়ামতুল্লাহ নিজামি ড:মিজানুর রহমান আজহারি ছাড়াও আলোচনায় অংশ নেবেন আলোচিত বক্তা শায়খ মুফতী কাজী ইব্রাহিম, মাওলানা আব্দুল্লাহ আল আমীন, শায়খ মুফতী জসিম উদ্দিন রহমানী, আল্লামা কামরুল ইসলাম সাঈদ আনসারী এবং মাওলানা সাদিকুর রহমান আজহারী।