অভিযানকালে বিপুল পরিমাণ ভারতীয় স্মার্টফোন ডিসপ্লে, চকলেট, গরু, বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ এবং অবৈধভাবে উত্তোলিত পাথরবাহী নৌকা জব্দ করা হয়।
এছাড়াও, শ্রীপুর বিওপির একটি বিশেষ টহল দল জৈন্তাপুর উপজেলার আলুটিলা এলাকায় সেনাবাহিনীর সহায়তায় একটি পরিত্যক্ত গুদামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় জনসন বেবী লোশন, শাড়ি ও থ্রি-পিস জব্দ করে।
আটককৃত চোরাচালানী মালামালের আনুমানিক সিজার মূল্য: ৩,২৬,৪২,২০০.০০ (তিন কোটি ছাব্বিশ লক্ষ বিয়াল্লিশ হাজার দুইশত) টাকা।
এ বিষয়ে সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ নাজমুল হক বলেন,উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা মোতাবেক সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবি’র নিয়মিত আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সাম্প্রতিক অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ চোরাচালানী মালামাল আটক করা সম্ভব হয়েছে। আটককৃত মালামালের বিষয়ে সংশ্লিষ্ট আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে