"৫ আগষ্টের আগে যারা ত্যাগ তিতিক্ষা করেছেন এবং যারা দলের নাম বিক্রি করে ৫ আগষ্টের পর থেকে এই পর্যন্ত দলকে বেচেঁছেন তাদের আমলনামা দেশনায়ক জনাব তারেক রহমানের কাছে আছে।গতকাল শুক্রবার বিকেলে দুই উপজেলার সীমান্তবর্তী জীবনগঞ্জ বাজারে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক কাজী নাজমুল হোসেন তাপস বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাস্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও পথসভায় অংশ গ্রহণ করে এসব কথা বলেন।
তিনি বলেন ১ টা ভোট গত ১৫ বছর আমরা  দিতে পারি নাই,আওয়ামীলীগ যেভাবে রামরাজ্য চালিয়েছে ঠিক একিই ভাবে যদি আমরা চালাতে থাকি কিংবা আমাদের নাম বিক্রি করে দূষররা চালাতে থাকে এটার প্রতিফল আমরা আগামী নির্বাচনে পাব,সাবধান হয়ে যাবেন আপনারা,তিনি আরো বলেন আগামী দিনে সোনার বাংলাদেশ আগামী প্রজন্ম কে উপহার দিতে ৩১ দফা বাস্তবায়নের কোন বিকল্প নাই।
এসময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট আনিছুর রহমান মঞ্জু,নবীনগর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুর রহমান মুকুল,পৌর যুবদল সভাপতি আলী আজ্জম,নবীনগর উপজেলা যুবদলের আহবায়ক এমদাদুল বারী সহ নবীনগর উপজেলা বিএনপি,যুবদল,স্বেচ্ছাসেবক দল,শ্রমিক দল,ও ছাত্রদলের নেতৃবৃন্দ।এছাড়াও সলিমগঞ্জ,বড়িকান্দি,রতনপুর,সাতমোড়া,শ্যামগ্রাম ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।