গত ০৩ জানুয়ারী খাগড়াছড়ি জেলার মানিকছড়ি থানাধীন জামতলাস্থ " কারিমিয়া দারুত্ তাক্বয়া মাদ্রাসা" আয়োজিত বাৎসরিক মাহফিল অনুষ্ঠিত হয়।

গত ০৩ জানুয়ারী খাগড়াছড়ি জেলার মানিকছড়ি থানাধীন জামতলাস্থ " কারিমিয়া দারুত্ তাক্বয়া মাদ্রাসা" আয়োজিত বাৎসরিক মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় মাহফিলের প্রধান বক্তা মুফতি হেদায়াতুল্লাহ আজাদী তার বয়ানে বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকার ১৭ বছর আলেমদের উপর যে জুলুম নিপিড়ন চালিয়েছেন সে বিষয় আলোকপাত করেন। তিনি বলেন গত ১৭ বছরে কোথাও আলেম রা হকের পক্ষে কথা বললেই তাদের কে মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠানো হতো। গত ৫ আগষ্ট আল্লাহ আমাদের বাকস্বাধীনতা ফিরিয়ে দিয়েছে। কিন্তু এখনো কিছু কিছু রাজনৈতিক নেতারা সমাজে চাঁদাবাজি, দখল বানিজ্য চালিয়ে যাচ্ছে তাদেরকে বলতে চাই আপনারা ৫ ই আগস্টের ইতিহাস থেকে শিক্ষা গ্রহন করুন। না হলে আপনারাও  একই পরিনতি বরন করবেন। এ সময় তিনি সকলেকে ইসলামের পথে চলার, ইসলামি বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করার আহবান করেন। মানিকছড়ি সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ মোশাররফ হোসেন এর সভাপতিত্তে মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- মুফতি হেদায়াতুল্লাহ আজাদী, চেয়ারম্যান জাগুয়া ইউনিয়ন পরিষদ, বরিশাল। বিশেষ বক্তা - মাওলানা আব্দুর রহিম ফারুকী, মাওলানা দেলোয়ার হোসাইন, মাওলানা শাহাদাত হোসাইন। অরো মুল্যবান বয়ান পেশ করেন হাফেজ ক্বারী মোঃ নাছির উদ্দিন, সভাপতি কারিমিয়া দারুত্ তসক্বওয়া মাদ্রাসা।