ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার সলিমগঞ্জ পুলিশ ক্যাম্প ইনচার্জ উপ-পরিদর্শক(এসআই)মোহাম্মদ মহিম উদ্দিনের নেতৃত্বে এএসআই স্বপন দাস সহ সংগীয় ফোর্সের সহায়তা মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৮ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১ জুলাই ২০২৫) বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে নবীনগর থানার সলিমগঞ্জ পুলিশ ক্যাম্পের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শ্রীঘর বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় বাজারের পাকা রাস্তার ওপর নজরুল ইসলামের দোকানের সামনে থেকে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার বাঘরা গ্রামের(জব্বার মেম্বারের বাড়ির) মৃত শহিদ মিয়ার ছেলে মোঃ আক্কাছ মিয়া (৩২),নবীনগর থানার বাড়াইল(মধ্যপাড়া)গ্রামের আতিকুর রহমানের ছেলে মোঃ ছিদ্দিকুর রহমান (২১) সহ দুইজনকে আটক করা হয় এবং তাদের হেফাজত থেকে ১৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর ইসলাম জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।