‎কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ধরলা নদীর ভাঙন রোধ ও স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শুক্রবার সকালে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের চর গোরকমন্ডল এলাকায় নদীর তীরবর্তী স্থানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে শতাধিক নারী-পুরুষ অংশ নেন।

‎স্থানীয়রা জানান, ধরলা নদীর অব্যাহত ভাঙনে চর গোরকমন্ডল এলাকার শত শত পরিবার ভিটেমাটি হারানোর আশঙ্কায় দিন কাটাচ্ছেন। ইতোমধ্যেই বহু আবাদি জমি ও বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙন অব্যাহত থাকায় এলাকার শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, ঘরবাড়ি ও কৃষিজমি হুমকির মুখে পড়েছে।

‎মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে ভাঙন চললেও সংশ্লিষ্ট দপ্তর কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। ফলে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দুর্ভোগ পোহাচ্ছেন। তারা বলেন, অবিলম্বে ভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণ না হলে বৃহৎ অংশের মানুষ বাস্তুচ্যুত হয়ে মানবিক বিপর্যয়ের মুখে পড়বে।

‎বক্তারা সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের জরুরি হস্তক্ষেপ কামনা করে বলেন, এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া হলে চর গোরকমন্ডলের শত শত পরিবার নদীর করাল গ্রাস থেকে রক্ষা পাবে।