adds
intro

মোঃ সালেহুর রহমান সজীব

জয়পুরহাট

জয়পুরহাট জেলা সদর উপজেলা

report

ভারতে পাচারকালে ২৩ কোটি টাকর সাপের বিষ উদ্ধার

২৮ আগস্ট , ২০২৪ ১৮:৩১

এর আগে বুধবার ভোররাতে দিনাজপুরের বিরামপুরের নামাগোবিন্দপুর এলাকায় অভিযান চালিয়ে এসব বিষ উদ্ধার করা হয়।জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়ের অধিনায়ক লেঃ কর্ণেল নাহিদ নেওয়াজ জানান, দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার নামাগোবিন্দপুর সীমান্ত এলাকা দিয়ে চোরাকারবারিরা সাপের বিষ পাচার করছে এমন গোপন সংবাদ আসে বিজিবির কাছে।

report

জয়পুরহাটে ৪দফা দাবি আদায়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল

১৫ আগস্ট , ২০২৪ ১৮:০৩

এসময় জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারী হাসিবুল হক সানজিদের নেতৃত্বে উপস্থিত ছিলেন অন্যান্য সমন্বয়কারী আশরাফুল ইসলাম, নাজমুস সাকি, সুলতানুল আরেফিন রিমু, কে এম সাজিন, মো: ফাহিমফয়সাল রাফি, নিবির খান, মইনুল হাসান রিসালাত প্রমুখ।

report

জয়পুরহাটে ৬ বছরের শিশু হত্যায় মায়ের যাবজ্জীবন কারাদণ্ড

১ আগস্ট , ২০২৪ ১৪:১৭

বুধবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ ২য় আদালতের বিচারক নুরুল ইসলাম এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা জজ আদালতের সরকারি কৌশলী অ্যাডভেকেট নৃপেন্দ্রনাথ মন্ডল।দণ্ডপ্রাপ্ত রেশমা বেগম বুলি জয়পুরহাট সদর উপজেলার সগুনা গোপীনাথপুর গ্রামের আসাদুজ্জামান আসাদুলের স্ত্রী। তবে তিনি পলাতক রয়েছেন।

report

জয়পুরহাটে কৃষক হত্যা মামলায় স্বামী-স্ত্রীসহ তিনজনের যাবজ্জীবন

১৬ জুলাই , ২০২৪ ১২:১৪

বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) এ্যাড. উদয় সিংহ।দন্ডপ্রাপ্তরা হলেন, পাঁচবিবি উপজেলার বড়পুকুরিয়া গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে সানাউল, তার স্ত্রী লতিফা ওরফে বেলো বেগম ও ছেলে ফিরোজ।মামলার বিবরণে জানা গেছে, পাঁচবিবি উপজেলার বড়পুকুরিয়া গ্রামের কৃষক নুরুল ইসলামের সাথে আসামীদের জমি বন্ধকের টাকা লেনদেন নিয়ে বিরোধ ছিল।

report

জয়পুরহাটে শিশু হত্যা মামলায় দুই ভাইসহ ৪ জনের যাবজ্জীবন

১০ জুলাই , ২০২৪ ১১:৪৬

বুধবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক নুরুল ইসলাম এ রায় দেন।দ্বার প্রাপ্তরা হলেন, জেলার ক্ষেতলাল উপজেলার হিন্দাপাঁচখুপি গ্রামের ইউসুফ আলী ফকিরের ছেলে একাব্বর আলী, মৃত সোলায়মান আলীর ছেলে শফিকুল ইসলাম, আব্দুল মতিন ও কালাই উপজেলার হাজীপুর গ্রামের আসাদ আলীর ছেলে তোফাজ্জল হোসেন। এদের মধ্যে একাব্বর ও তোফাজ্জল পলাতক রয়েছেন।

report