ছাত্র জনতার বিপ্লবকে সফল করতে"অন্তর্বর্তী সরকারকে আরো সতর্ক এবং কঠোর হতে হবে"ওয়ার্ড সভাপতি সেক্রেটারি সম্মেলন থেকে জামায়েত সেক্রেটারির বার্তা
১৯ সেপ্টেম্বর , ২০২৪ ১৩:৫৯সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা মহানগরী দক্ষিণের আয়োজনে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত ওয়ার্ড সভাপতি-সেক্রেটারি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল এর সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এর সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য আব্দুর রব। ঢাকা মহানগর দক্ষিণের অন্যান্য নেতারা ও বক্তব্য রাখেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হতে যাচ্ছেন নিয়াজ আহমেদ খান
২৭ আগস্ট , ২০২৪ ১৩:১৫বর্তমানে তিনি বেসরকারি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের(আইইউবি) এর উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন। ড. নিয়াজ আহমেদ খান ঢাবি ক্যাম্পাসে রাজনীতি বিমুখ শিক্ষক হিসেবে পরিচিত, ডা. খান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ছিলেন, তাছাড়া তিনি কাজ করেছেন ইউএনডি ও আইউসিএন’সহ বিশ্বের নামকরা অনেক সংস্থাতে।