টানা দুই সপ্তাহের গুঞ্জনের সমাপ্তি ঘটিয়ে ভি সি পেতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, উপাচার্য পদে নিয়োগ নিয়োগ দিতে যাচ্ছে একই বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানকে, সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রের মাধ্যমে বিষয়টি জানা যায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩০ তম উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন।
বর্তমানে তিনি বেসরকারি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের(আইইউবি) এর উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন। ড. নিয়াজ আহমেদ খান ঢাবি ক্যাম্পাসে রাজনীতি বিমুখ শিক্ষক হিসেবে পরিচিত, ডা. খান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ছিলেন, তাছাড়া তিনি কাজ করেছেন ইউএনডি ও আইউসিএন’সহ বিশ্বের নামকরা অনেক সংস্থাতে।
দেশের নামকরা অনেক প্রতিষ্ঠানের সঙ্গেও তিনি জড়িত।আরণ্যকের চেয়ারম্যান, ন্যাশনাল ডিফেন্স কলেজ ও ব্রাকের (BIGD) এর সিনিয়র একাডেমিক এডভাইজারসহ তিনি নানা দায়িত্ব পালন করছেন। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৯ তম ভিসি হিসেবে দায়িত্ব পালন করছিলেন অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল, তিনি দায়িত্ব গ্রহণ করেছিলেন ৪ নভেম্বর ২০২৩ সালে। অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল ব্যক্তিগত কারণ দেখিয়ে ২০২৪ সালের ১০ই আগস্ট পদত্যাগ করেন।