টানা বৃষ্টির কারনে চট্টগ্রামের কিছু এলাকার জনজীবন ঝুঁকিতে
১৫ সেপ্টেম্বর , ২০২৪ ১৩:০১বায়েজিদ লিংক রোড়ের পাহাড় ধসের জান চলাচল বন্ধ ছিলো পরর্বতি দুই ল্যাইনের একল্যাইন চালু রেখে অন্য ল্যাইনে গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। এদিকে পাহাড়ি এলাকায় বসবাসরত জনসাধারণকে ঝুঁকির্পূণ স্থান ত্যাগ করে নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য অনুরোধ জানিয়ে মাইকিং করে সর্তক করে দিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসক।
চট্টগ্রাম বায়েজিদ লিংক রোড়ে দিন দুপুরে হচ্ছে ছিনতাই
৪ সেপ্টেম্বর , ২০২৪ ১৬:৪৪এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সৈরাচারী আওয়ামী সরকার পতনের পর থেকে এই রোড়ে প্রশাসনের কোন নজরদারী নাই। প্রশাসনের নজরদারী না থাকার সুজোগ কাজে লাগিয়ে ছিনতাই করে যাচ্ছে উৎপেতে থাকা বখাটেরা বায়েজিদ লিংক রোড়ের ৬ নম্বর ব্রিজ থেকে বেঙ্গল ব্রিকস এরিয়ারটা নির্যন হওয়ায় এই এরিয়ায় বেশি হচ্ছে ছিনতাই ।