চট্টগ্রাম বায়েজিদ লিংক রোড় পাহাড় ঘেষা অপরুপ সুন্দর এক কথায় বলা যায় পর্যটন স্পট পার্বত্য চট্টগ্রাম ও চট্টগ্রাম দক্ষিণ জেলার সব ডিস্ট্রিক পরিবহ চলাচল করে পাশাপাশি অনেক পর্যটক ঘুরাফেরা করে থাকে এই রোড়ের বিভিন্ন অংশে।
এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সৈরাচারী আওয়ামী সরকার পতনের পর থেকে এই রোড়ে প্রশাসনের কোন নজরদারী নাই। প্রশাসনের নজরদারী না থাকার সুজোগ কাজে লাগিয়ে ছিনতাই করে যাচ্ছে উৎপেতে থাকা বখাটেরা বায়েজিদ লিংক রোড়ের ৬ নম্বর ব্রিজ থেকে বেঙ্গল ব্রিকস এরিয়ারটা নির্যন হওয়ায় এই এরিয়ায় বেশি হচ্ছে ছিনতাই ।
প্রতিনিয়ত সন্ধ্যা এবং দিনদুপুরে ছিনতাইয়ের ঘঠনা গটছে প্রতিদিন । যার ফলে পার্বত্য চট্টগ্রাম ও চট্টগ্রাম দক্ষিণ জেলায় বাংলাদেশের অন্য ডিস্ট্রিক্ট থেকে আগত পরিবহনের ডাইভার হেলপার, পর্যটক ও স্থানীয় জনসাধারণের জানমালের ক্ষতি হচ্ছে এই রোড়ে। যা দেখার কেউই নেই। ডিস্ট্রিক্ট পরিবহনের ডাইভার হেলপার, পর্যটক ও স্থানীয় জনসাধারণ বায়েজিদ লিংক রোড়ের আইন শৃংখলা অবনতির বিষয়ে মাননীয় জেলা প্রশাসক চট্টগ্রামের কাছে দ্রুত আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জোর দাবি জানান। অন্যতায় এই রোড়টি ব্যবহার করা জনসাধারণের জন্য হুমকি হয়ে দাড়াবে।