সময়ের বহমানতায় প্রতিষ্ঠার ১২তম বছরে পদার্পণ করল সিরাজদিখান অগ্নিবীনা ললিতকলা একাডেমি। সেই উপলক্ষে শনিবার বিকাল ৪ টায় উপজেলার সরকারি বিক্রমপুর কে.বি. কলেজ মিলনায়তনে বয়ে যায় প্রাণের উচ্ছ্বাস।
একাডেমির সভাপতি শেখ আমিনের সভাপতিত্বে বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারি কলেজ অধ্যক্ষ অধ্যাপক ড. রসময় কীর্ত্তনীয়া।
একাডেমির পরিচালক মো. এজাজ হোসেন খানের পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি ওয়াহিদুজ্জামান মিলন, ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জামাল হোসেন মিঞা, মালখানগর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মনজুরুল আলম, ইছাপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদ তালুকদার, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ফিরোজ আলমসহ শিক্ষার্থী, অভিভাবক, গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।