উক্ত অনুষ্ঠানে মুখ্য আলোচক জনাব এএফএম নাজমুস সউদ, অধ্যক্ষ তা'লীমুল মিল্লাত রহমাতিয়া ফাযিল মাদ্রাসা, সোনাডাঙ্গা,খুলনা, বিশেষ অতিথি ছিলেন রেভারেন্ড ফাদার মিম্মো পিয়েতাঞ্জা, পরিচালক অধ্যয়ন, গণমাধ্যম, আন্তঃ ধর্মীয় সংলাপ কেন্দ্র, খুলনা, এবং বিশেষ অতিথি শ্রী অজিত কুমার হালদার, উপদেষ্টা, তীর্থালোক সংঘ, খুলনা সভাপতিত্ব করেন জনাব ডাঃ মাওলানা মোঃ কবির হোসেন, সহঃ সভাপতি, অধ্যয়ন গণমাধ্যম ও আন্তঃ ধর্মীয় সংলাপ কেন্দ্র খুলনা।

আজ ২৮/০৬/২০২৪ শুক্রবার সকাল ৯:৩০ ঘটিকায় স্থান বিএমএ মিলনায়তন, খুলনায় ঈদ পুনর্মিলনী ২০২৪ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে মুখ্য আলোচক জনাব এএফএম নাজমুস সউদ, অধ্যক্ষ তা'লীমুল মিল্লাত রহমাতিয়া ফাযিল মাদ্রাসা, সোনাডাঙ্গা,খুলনা, বিশেষ অতিথি ছিলেন রেভারেন্ড ফাদার মিম্মো পিয়েতাঞ্জা, পরিচালক অধ্যয়ন, গণমাধ্যম, আন্তঃ ধর্মীয় সংলাপ কেন্দ্র, খুলনা, এবং বিশেষ অতিথি শ্রী অজিত কুমার হালদার, উপদেষ্টা, তীর্থালোক সংঘ, খুলনা সভাপতিত্ব করেন জনাব ডাঃ মাওলানা মোঃ কবির হোসেন, সহঃ সভাপতি, অধ্যয়ন গণমাধ্যম ও আন্তঃ ধর্মীয় সংলাপ কেন্দ্র খুলনা।

মুখ্য আলোচক তার আলোচনায় ঈদুল ফিতর ও ঈদুল আজহার তাৎপর্য তুলে ধরে সমাজের সকলের মধ্যে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান। তিনি কোরবানির তাৎপর্য তুলে ধরেন এবং নিজেদের মধ্যে অহংকার, হিংসা বিদ্বেষ, ঘৃণা কে কোরবানি করার ব্যাপারে সকলকে আহ্বান জানান। বিশেষ অতিথিবৃন্দ  সকল ধর্মের মানুষের মধ্যে ধর্মীয় শিক্ষার ব্যাপারে সচেতন হওয়ার আহ্বান জানান।