কক্সবাজারের টেকনাফে অপহরণ হওয়া মাহমুদুল হক (২৮) তিন দিন পেরিয়ে গেলেও এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।অপহরণকারী গত রবিবার (৮অক্টোবর) সকালে পরিবারের কাছে ফোন করে ২০ লাখ টাকা দাবী করছিল।
পরে অপহরণকারী আজকে মঙ্গলবার সর্বশেষ ২০ লাখ টাকা থেকে কমিয়ে আড়াই লাখ টাকা পরিশোধের কথা বলেছে। অন্যথায় হত্যা করে মরদেহ গুম করার হুমকি দিয়েছে। মঙ্গলবার (১০অক্টোবর) অপহ্রত যুবকের "মা" শামসুন্নাহার ও বাহারছড়া ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য ফরিদ উল্লাহ এমন তথ্য জানিয়েছেন।
বাহারছড়া ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য ফরিদ উল্লাহ ও অপহৃত যুবকের মা শামসুন্নাহার এমন তথ্য নিশ্চিত করেছেন। গত শনিবার (৭অক্টোবর) সকালে উপজেলার বাহারছড়া ইউনিয়নের মারিশবনিয়া পাহাড়ে কাঠ কাটতে গিয়ে ওই যুবক অপহরণের শিকার হন।
অপহৃত মাহমুদুল হক উপজেলার বাহারছড়া ইউনিয়নের মারিশবনিয়া গ্রামের আলী আহমদের ছেলে। কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. রফিকুল ইসলাম বলেন, পুলিশ ইতিমধ্যে অপহৃত যুবককে উদ্ধারের জন্য জোর তৎপরতা চালাচ্ছে।