খুলনা জেলার তেরখাদা থানা এলাকা হতে স্কুল ছাত্রী অপহরনের ঘটনায় অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধারসহ অপহরণকারীকে গ্রেফতার করেছে তেরখাদা থানা পুলিশ। 

গত ১২/০২/২০২৫ ইং তারিখ খুলনা জেলার দাকোপ থানাধীন রৌকাটা এলাকা হতে বিশেষ অভিযান পরিচালনা করে ভিকটিমকে উদ্ধারসহ অপহরণকারীকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতের নাম- মাসুম মৃধা (২২)। 

প্রাথমিকভাবে জানা যায়, গ্রেফতারকৃত মাসুম মৃধা ভিকটিমকে বিভিন্ন সময় অশ্লীল ইঙ্গিত ও কু-প্রস্তাব দিয়ে আসছিল। ভিকটিম উক্ত প্রস্তাবে রাজী না হওয়ায় গ্রেফতারকৃত মাসুম মৃধা ক্ষিপ্ত হয়ে তেরখাদা থানা এলাকা হতে তাকে অপহরন করে।
   
এই ঘটনায় তেরখাদা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রুজু করা হয়েছে।